স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়োগ

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়োগ
১৭১ Views

জাতীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে সুইজারল্যান্ড ও দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় , ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ই্উনিয়ন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র / স্বাস্থ্য ক্লিনিক স্থাপনের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্য ,নারী উন্নয়ন , স্বাস্থ্য সেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী পুরুষ/ মহিলাদের নিকট হতে নিন্ম প্রদত্ত ঠিকানায় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।
 ১ পদের নাম

 

২, বেতন পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা
১.থানা কো- অর্ডিনেটর ২৭৮০০/ ৮৫জন বিএ /সমমান ২, নিজ উপজেলার সকল কর্মকর্তাদের কাজের তদারকি ও সামাজিক প্রতিবেদন তৈরি করা ।
২.ইউনিয়ন পরিদর্শক ২৫৭৫০/ ৯৬ জন এইচএসসি / সমমান নিজ উপজেলার
সকল কার্যক্রম পরিচালনা করতে হবে । এনজি ও অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে ।
৩.কমিউনিটি ম্যানেজার ২৩৫০০/ ১০৮ জন এইচএসসি / সমমান , কমিউনিটি পরিচালনা করার দক্ষতা ও মানসিকতা থাকতে হবে ।
৪.মাঠ সংগঠক ১৭০০০/ ১১৮ জন এসএসসি / অষ্টম শ্রেনি ইউনিয়ন অফিস মাঠ সংগঠকের প্রতিবেদন ও কর্মী পরিচালনা করতে হবে ।

নিয়মাবলী : ১, ;০.আগ্রহী প্রার্থীদের ৩ কপি পার্সপোট সাইজের ছবি , শিক্ষা গত যোগ্যতা ও জম্ম সনদ / জাতীয় পরিচয়পত্রের ফোটোকপি ও মোবাইল নম্বর সহ ১৫ দিনের মধ্যে নিন্ম উল্লেখিত ঠিকানায় শুধু মাত্র পোষ্ট অফিসের মাধ্যমে অফিসে পাঠাতে হবে । ২. সকল পদে পুরুষ / মহিলা ও উপজাতি আবেদন করতে পারবেন । ৩. নিয়োগ প্রাপ্তদের , প্রশিক্ষন ও কর্মস্থল স্ব- স্ব উপজেলা ও ইউনিয়নের মধ্যে হবে ৪. সুবিধাসমূহ : নিয়োগ প্রাপ্তদেরকে স্বাস্থ্য বীমা ও উৎসব বোনাস প্রদান করা হবে । পোস্ট অফিস ছাড়া কোন আবেদন
পত্র গ্রহন করা হবে না । আবেদন পাঠানোর ঠিকানা পরিচালক প্রশাসন (স্বাস্থ বিভাগ ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

Spread the love

Follow us

আর্কাইভ

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031