সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
জেলা প্রতিনিধি/হবিগঞ্জঃঃ
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চক রাজেন্দ্রপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে বিদ্যালয় থেকে বাড়ি ফিরার পথে রাস্তার পাশে একটি পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র, চক-রাজেন্দ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম (বাবুল) এর ছেলে মো. রাহাত মিয়া (৬) ও তার চাচাতো বোন একই বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী হুমায়ুন মিয়ার মেয়ে তানিয়া আক্তার (৬) এর লাশ একটি পুকুরে ভাসতে দেখে পথচারিরা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানাযায় রাহাত ও তানিয়া প্রতিদিনের ন্যায় তাদের বিদ্যালয়ে যায়। স্কুল ছুটি হলে অন্যান্য শিক্ষার্থীরা বাড়ীতে পৌছলেও তারা বাড়ী আসেনি। পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করার এক পর্যায়ে বাড়ীতে আসার রাস্তার পাশে একটি পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়।
ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান মো. শামসুল ইসলাম কামাল জানান, এটি একটি হৃদয় বিদারক ঘটনা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।