সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দোলারবাজার ইউনিয়নের সংস্থার কার্যালয় থেকে এসব শীতবস্থ বিতরণ করা হয়।
পরিষদের সভাপতি জাবেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত আহমদ রাহাতের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও দাখিল মাদ্রাসার পিন্সিপাল মাওলানা মখছুছুর রহমান, আল-মুনির জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আকবর আলী।
বক্তব্য রাখেন, পরিষদের সাবেক সভাপতি আকিকুর রহমান (সাবেক মেম্বার), সংস্থার সাবেক সভাপতি মুহিবুর রহমান, স্থানীয় নুরুল আমিন আজাদ, ডাক্তার আবুল খয়ের, হাফিজ বিলাল হোসেন, পরিষদের সহ-সভাপতি রফিকুল ইসলাম আফসর, আকরাম আলী রুবিজ, সিরাতুল আম্বিয়া, সহ-সাধারণ সম্পাদক হাফিজ আবু সুফিয়ান ত্বোহা, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মখন, অর্থ সম্পাদক আবুল লেইছ, সহ-প্রচার সম্পাদক ফাহিম আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক দুদু মিয়া, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সদস্য ফরহাদ হোসেন, আলমগীর হোসেন, সুমন আহমদ, আহমদ শফি প্রমূখ। এলাকার দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতস্ত্র বিতরণ করা হয়।