সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১
আন্তর্জাতিক ডেস্কঃঃ
ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে বাস ও জ্বালানি তেলবাহী ট্রাকের সংঘর্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২৯ জন। বুধবার রাত ৩টার দিকে দাসচাংয়ের ক্লিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেশটির ওয়েস্ট রিজিয়নের গভর্নর ফঙ্কা অগাস্টিন জানান, দ্রুতগতিতে আসা একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে ৭০ জন আরোহী নিয়ে অপরদিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এর পরই দুর্ঘটনাস্থলে ট্রাক ও বাসে আগুন লেগে যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
তিনি আরও জানান, নিহতদের সবাই আগুনে পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত সম্ভব হয়নি। এছাড়া আগুন ধরে যাওয়ার কারণে আরোহীদের মধ্যে মৃত্যুর ঘটনা বেশি।দেশটির সরকার জানিয়েছে, সম্ভবত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ট্রাকের ব্রেকিং ব্যবস্থায়ও সমস্যা ছিল।