সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১
লন্ডন বাংলা ডেস্কঃঃ
হবিগঞ্জের চুনারুঘাটে দেয়াল ধসে দুই চা যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেউন্দি চা বাগানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- দেউন্দি চা বাগানের দিনেশ বাকতির ছেলে আজিত বাকতি (২৭) এবং আমিন মালের ছেলে স্বপন মাল (৩২)।
দেউন্দি চা বাগান পঞ্চাইত কমিটির সভাপতি প্রবীর ব্যানার্জী বিষয়টি নিশ্চিত করে বলেন, দেউন্দি চা বাগানের ফ্যাক্টরিতে পুরাতন একটি দেয়ালে কাজ করছিলেন তারা। এ সময় হঠাৎ করে দেয়ালটি তাদের উপর ধসে পড়ে।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।