সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার নলজুর নদীতে খনন কাজ শুরু হয়েছে। এতে জনমনে স্বস্তি বিরাজ করছে। এক সময়ের স্্েরাতশ্বিনী নলজুর নদী কালের বিবর্তনে ভরাট হয়ে মরা খালে পরিণত হয়। বর্ষা মৌসুমে নদীতে পানি থাকলেও হেমন্ত মৌসুমে শুকিয়ে বালুচর হয়ে যায়। নদীটি ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচলের ধারন ক্ষমতা হারিয়ে যায়।
পৌর এলাকার নলজুর নদী সহ উপজেলার আরো বিভিন্ন নদীর গভীরতা না থাকায় অল্প পানিতে ভরাট হয়ে অকাল বন্যার সৃষ্টি হয়। অকাল বন্যার কারণে হাওর ডুবির ঘটনায় ফসলহানি ঘটে। জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে নলজুর নদী খনন কাজ শুরু হয়। নলজুর নদী সহ অন্যান্য সকল নদী খনন হলে নদীগুলো আবারো জৌলুস ফিরে পাবে।
নাব্যতা হারানো মরা নদীগুলো ফিরে পাবে জীবন। এতে অকাল বন্যা থেকে রক্ষা পাওয়া যাবে। এমন অভিমত সাধারণ মানুষের।জানাগেছে, গত ১৮ জানুয়ারি থেকে ৫ কোটি টাকা ব্যয়ে নলজুর নদীর বাদাউড়া থেকে এরালিয়া বাজার পর্যন্ত ৫ কিলোমিটার নদী খনন কাজ শুরু হয়েছে।
খনন কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশন টেক টেকনোলজি। খননকৃত নদীটির গভীরতা হবে ৬ থেকে ৮ ফুট। নদীর তলদেশ হবে ৫০ ফুট। নদীর পাড় সহ মোট ১২০ ফুট প্রস্থ হবে বলে পানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারি প্রকৌশলী (এসও) গাজী হাসান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নদী খনন কাজ শেষ করা হবে।