ছাতকে মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১

ছাতকে মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে বীর মুক্তিযোদ্ধা শাহ মনোহর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ৩ টায় উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের আলমপুর গ্রামের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের সম্পন্ন দাফন করা হয়। মরহুম বীর মুক্তিযোদ্ধা শাহ মনোহর আলীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান।

 

 

এসময় ছাতক থানার ওসি (অপারেশন) মিজানুর রহমান, এসআই শামছুল আরেফিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূমসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। যানাজায় ইমামতি করেন হাফেজ শাহ জাহান এবং মোনাজাত পরিচালনা করেন আলমপুর জামে মসজিদের ইমাম সৈয়দ মাহফুজুর রহমান।

 

 

যানাজায় ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, বীর মুক্তিযোদ্ধা তালেব আলী, আজাদ আহমদ, কবির উদ্দিন লালা, স্থানীয় ফারুক আহমদ, আক্রাম আলী, মখদ্দুছ আলী, আব্দুল মছব্বির, ফজল করিম, হুশিয়ার আলী, সারব আলী, তোরাব আলী, সইফ উল্লাহ, রোয়াব আলী, আব্দুল মান্নান, আব্দুল খালিক হাফেজ, আবুল বশর, নিয়ামত আলী স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930