সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের বদলির দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় স্থানীয় কেশবপুর বাজারে হাজী আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রবাসী দরছ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলী, এডুকেশন ট্রাস্ট ইউকে এর যুগ্ম-সম্পাদক, সৌরভ যুব সংঘের সেক্রেটারি ও আছমা-ফয়জুর গরীব এতিম ট্রাস্টের চেয়ারম্যান ফয়জুর রহমান ছামির, প্রবাসী হাজী আরশ আলী, আছাব আলী, বশর মিয়া, আবদুস সামাদ, আবু মিয়া, সিরাজ মিয়া, তেরাই মিয়া, সুলেমান মিয়া, ইদু মিয়া, আবু হেনা রনি, আক্কার মিয়া, আমির আলী, শামীম আহমদ, আফরোজ আলী, আওলাদ মিয়া প্রমূখ।
এ সময় সাবেক বাজার সেক্রেটারি আরজাদ খান, নব-নির্বাচিত পৌর কাউন্সিলর আলাল হোসেন, তৈয়ব আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধান শিক্ষক মোশারফ হোসেন স্কুলের নতুন ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়ম সহ বিভিন্ন বিতর্কিত কর্মকার্তা জড়িয়ে পড়েছেন। তার কর্মকা-ে এলাকাবাসী ক্ষুব্দ হয়ে পড়েছেন। তাই এলাকার শান্তি বজায় রাখতে তিনি স্ব-সম্মানে স্বেচ্ছায় এখান থেকে বদলি হয়ে যাওয়ার আহবান জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন, যে ম্যানেজিং কমিটি গঠন হয়েছে বলে এতো সমালোচনা হচ্ছে, প্রকৃতপক্ষে এখনো সেই কমিটি গঠন করা হয়নি।