সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২নং পাটলি ইউনিয়নে এবার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হয়েছেন যুব সমাজের আইকন এম ফজরুর ইসলাম। জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের হামিদপুর গ্রামের মৃত হাজী আপ্তাব মিয়ার ছেলে এম ফজরুল ইসলাম এইচএসসি পাশ করে বাংলাদেশ আওয়ামীলীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন।
দীর্ঘ ৩০ বছর ধরে তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। বর্তমানে তিনি জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া শিক্ষা ও সমাজ সেবায় অবদান রয়েছে এম ফজরুল ইসলামের। রাজনীতিতে তিনি একজন সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত। এলাকার গরীব-দুঃখি মানুষের বন্ধু হিসেবে তিনি জনপ্রিয় ব্যক্তি।
তিনি রাজনীতিতে নিবেদিত ব্যক্তি হয়েও কখনো নিজের কথা ভাবেননি। সাধারণ মানুষের জন্য সাধ্যমতো কাজ করে যাচ্ছেন। সমাজ সেবায় অকাতরে নিজেকে বিলিয়ে দিলেও কখনো প্রতিদান চাননি। তাই সবার প্রিয়মুখ এম ফজরুল ইসলাম এবার চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আশায় বুক বেধেছেন সাধারণ মানুষ। শুধু দলীয় প্রতীক নৌকা পেলে তিনি অনায়াসে নির্বাচিত হবেন এমন অভিমত স্থানীয়দের।
এ বিষয়ে দলীয় প্রতীক নৌকা প্রত্যাশী এম ফজরুল ইসলাম বলেন, আমি সারা জীবন রাজনীতি করলেও কখনো কিছুই চাইনি। তবে সাধারণ মানুষের ভালবাসায় এবার চেয়ারম্যান প্রার্থী হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দলীয় প্রতীক নৌকা চাই। নৌকা পেলে বিজয়ী হবো ইনশাল্লাহ।