সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১
প্রতিনিধি/ নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জে ভুয়া রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি বানিয়ে বিক্রি করার অপরাধে বিল্লাল হোসেনকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।জানা যায়, মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্টাম্প ভেন্ডারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিল্লাল হোসেন (২৮) নামের দোকানে নকল স্ট্যাম্প, রেভিনিউ পাওয়ায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
এ মোবাইল কোর্ট পরিচালনা করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। প্রসিকিশনে সহায়তা প্রদান করেন, নবীগঞ্জ থানা পুলিশ এবং নকল সনাক্তকরন যন্ত্র দিয়ে সহায়তা করেন ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ।এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, নকল রেভিনিউ স্টাম্প বিক্রির ফলে রাষ্ট্রের অনেক রেভিনিউ ক্ষতি হয়। এ ধরণের অপরাধ জাল নোট বিক্রির বা তৈরির সমান। এ ধরনের অপরাধ মূলক অভিযান আমাদের অব্যাহত থাকবে।