সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র ও ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল হক। এবারের নির্বাচনেও তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি ৪ বারের নির্বাচিত কাউন্সিলর। এবারের নির্বাচনে পুরনো কাউন্সিলরদের মধ্যে ৫নং ওয়ার্ড থেকে শফিকুল হক ও ৭নং ওয়ার্ড থেকে সুহেল আহমদ নির্বাচিত হয়েছেন।
বাকি সকল ওয়ার্ড থেকে নতুন মুখ কাউন্সিলর নির্বাচিত হন। গত ১৬ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার নির্বাচিত হন। ৩টি সংরক্ষিত ওয়ার্ড থেকে নারী কাউন্সিলর নির্বাচিত হন শিল্পী বেগম, বাহারজান বিবি ও সুবর্ণা শর্মা। সাধারণ ৯টি ওয়ার্ড থেকে পুরুষ কাউন্সিলর নির্বাচিত হন শাহিন আহমদ, জিতু মিয়া, আলাল হোসেন, কামাল হোসেন, শফিকুল হক, কৃষ্ণ চন্দ্র চন্দ, সুহেল আহমদ, সাফরোজ ইসলাম মুন্না ও ছমির উদ্দিন।
আগামী ৬ জানুয়ারি শনিবার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ হবে। তবে এর মধ্যে কে হচ্ছেন আগামী প্যানেল মেয়র এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। জানাগেছে, এবার প্যানেল মেয়র পদে শফিকুল হক, সুহেল আহমদ ও সাফরোজ ইসলাম মুন্না এবং প্যানেল মেয়র-২ পদে কামাল হোসেনের নাম শোনা যাচ্ছে। নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহণের পর দেখা যাবে কে হচ্ছেন আগামী প্যানেল মেয়র।