সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে নব-নির্বাচিত দলিল লেখক সমিতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা দলিল লেখক সমিতির নব-নির্বাচিত সভাপতি বশির আহমদ, সহ-সভাপতি হোসাইন আহমদ অলিউর রহমান, সাধারণ সম্পাদক হাসির আলী, যুগ্ম-সম্পাদক নজমুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু মিয়া, অর্থ সম্পাদক শাহজাহান, দপ্তর সম্পাদক অনন্ত দাস, সদস্য ছালিক মিয়া ও রনি মিয়াকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি প্রদীপ পাল নিতাই।
দলিল লেখক আবদুল কাদির চৌধুরীর সভাপতিত্বে ও আবুল ফজলের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম, অর্থ সম্পাদক শহীদ সরোয়ার, জগন্নাথপুর উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়রাম্যান বিজন কুমার দেব, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, পৌর কাউন্সিলর সুহেল আহমদ প্রমূখ।