সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
আন্তর্জাতিক ডেস্কঃঃ
ইন্ডিয়ানাপোলিস, আইওয়াসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য তীব্র তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে। ১শ’ ২২ বছরের মধ্যে তুষারপাতের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে নিউজার্সিতে।
যুক্তরাষ্ট্রের আইওয়াতে তুষারপাতের ফলে সেখানকার পরিস্থিতি অবনতি হচ্ছে। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বরফে গাড়ি ধীরগতিতে চলায় কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে। ঘরের বাইরে বের হতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনলাইনে খাবারের অর্ডারেও মিলছে না ঠিকঠাক সরবরাহ।
নিউজার্সির অবস্থা আরও খারাপ। এবার তুষারপাতে ১২২ বছর পর নতুন করে রেকর্ড গড়লো অঙ্গরাজ্যটি। আবহাওয়া বিভাগ জানায়, তিনদিনের তুষারঝড়ে ৯০ দশমিক ১৭ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। এর আগে ১৮৯৯ সালে এই তুষারপাতের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৬ দশমিক তিন ছয় সেন্টিমিটার।এদিকে, ইন্ডিয়ানাপোলিস অঙ্গরাজ্যে তুষারঝড়ের প্রভাবে সাগরের উপকূলে পানি বরফে পরিণত হচ্ছে। বরফের স্তুপ জমে ভাসছে সেখানে।