সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ৭ ফেব্রুয়ারি রোববার দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হকের সভাপতিত্বে ও পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সতীশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নব-নির্বাচিত মেয়র আক্তার হোসেন। বক্তব্য রাখেন, জগন্নাথপুর বাজার সেক্রেটারি
জাহির উদ্দিন, শিক্ষক রুহুল আমিন, শিক্ষিকা সালেহা পারভীন, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া. কাওছার আহমদ, নব-নির্বাচিত নারী কাউন্সিলর বাহারজান বিবি, শিল্পী বেগম, নব-নির্বাচিত পুরুষ কাউন্সিলর সুহেল আহমদ, সাফরোজ ইসলাম মুন্না, কামাল হোসেন প্রমূখ। এ সময় নব-নির্বাচিত নারী কাউন্সিলর সুর্বণা শর্মা, নব-নির্বাচিত পুরুষ কাউন্সিলর শাহিন আহমদ, জিতু মিয়া, আলাল হোসেন, কৃষ্ণ চন্দ্র চন্দ, ছমির উদ্দিন সহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। সভায় নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
এ সময় নবীন ও প্রবীণদের মিলন মেলায় পরিণত হয় পৌরসভা। সভায় নব-নির্বাচিত মেয়র আক্তার হোসেন বলেন, ধনী এলাকার গরীব পৌরসভা হচ্ছে জগন্নাথপুর। পৌরসভার আয় দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেয়া সম্ভব হয় না। তবুও পৌরবাসীর সহযোগিতায় জগন্নাথপুর পৌরসভার উন্নয়ন কাজ এগিয়ে যাবে। এছাড়া আমাদের পাশে রয়েছেন উন্নয়নমুখি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সবাই মিলে জগন্নাথপুরকে একটি সুন্দর পৌরসভা উপহার দিবো ইনশাল্লাহ।