প্রতিনিধি/তাহিরপুরঃঃ
সারা দেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (অস্থায়ী টিকাদান কেন্দ্র)আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও এসিল্যান্ড আমজাদ হোসেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল প্রথম টিকা গ্রহণের মধ্য দিয়ে এ উপজেলায় টিকা কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শহিদুল হাসান,ওসি আবদুল লতিফ তরফদার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন,উপ-সহকারী মেডিকেল অফিসার ফয়েজ আহমেদ নুরী,এমটি ইপিআই মোঃ নজরুল ইসলাম,পরিসংখ্যান বিদ আজরফ হোসেন,প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন,আ,লীগের সাংগঠনিক
সম্পাদক এখলাছুর রহমান তারা,যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম আখঞ্জি, সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়া,আবুল কাশেম,সমাজ সেবক আতিকুর রহমান আতিক,ছাত্রলীগ সভাপতি আবুল বাসার,মৎসজীবিলীগের সভাপতি আলম জিলানী সুহেল প্রমুখ।