শিবনগর সরকারী স্কুলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

শিবনগর সরকারী স্কুলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ

সুনামগঞ্জের ছাতকের শিবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের একটি কক্ষে বঙ্গবন্ধু কর্ণার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক গয়াছ আহমদ।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য দিদার আলমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুম মিয়া, ঢাকা ব্যাংক গোয়ালা বাজার শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন রনি, সাবেক মেম্বার নুর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূরবী রায়, রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান, গোবিন্দগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক হোসেন, যুক্তরাজ্য যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান বাবু, আবু সাইদ লিলু, সৌদি আরব প্রবাসী সাব্বির আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মাহমুদুর রহমান জুসেফ, খলিলুর রহমান রুবেল, আশিক মিয়া প্রমুখ। এসময় স্থানী মদরিছ আলী, সমর উদ্দিন, দরবেশ আলী হাজী রজব আলী, শাহাজ মিয়া, আব্দুল মুকিত বকুল, রমজান আলী, মছলু মিয়া, মরম আলী, মইন আহদ, সায়েক আলী, আবুল মিয়া, ইদন মিয়া, বিরাম উদ্দিন, সেলিম আলমসহ অভিভাবক শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Spread the love