সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জের ভাদেশ্বরে দক্ষিণ ভাগ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হেলাল মনি ট্রাস্টের উদ্যোগে ভাদেশ্বর ইউনিয়নের ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয়ের ১৮জন শিক্ষার্থীকে ১টি করে ছাতা ২৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিতরণ করা হয়েছে।
ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিলাল উদ্দিনের সভাপতিত্বে ও কলা শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমিনেন্ট ফিজিশিয়ান সোশ্যাল ওয়ার্কার ডাক্তার বি কর্মকার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মফিজ উদ্দিন ভূঁইয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও ২০১৯ সালে উপজেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার পারভেজ তালুকদার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ খায়রুজ্জামান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার বীরেন্দ্র চন্দ্র দাস, হেলাল-মনি ট্রাস্টের ফাউন্ডার ও চেয়ারম্যান হেলাল খান, আমেরিকারস্থ গোলাপগঞ্জ সমিতি মিশিগানের ওমেন সেক্রেটারি মনোয়ারা খান মনি, ইউপি সদস্য মুহিদুজ্জামান লাভলু, দক্ষিণ ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মালিক, যুক্তরাজ্যস্থ ফেন্স অব এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার আলী আকবর বাবলু, দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি আলী হাসান শামীম,
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আহমদ, পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাথ বন্ধু দাস, নালীউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ২০১৯ সালে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, মাইজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিফতাহ উদ্দিন, সলিমা খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনৎ চন্দ্র দাস, সমাজকর্মী আলী আসকর পাবলু।