সিলেট ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০
জেলা প্রতিনিধি, হবিগঞ্জ ::
হবিগঞ্জ জেলার বাহুবলে যাত্রীবাহি বাস উল্টে দুই নারীসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ যাওয়ার পথে কামাইছড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। বাস উল্টে আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, সকালে শ্রীমঙ্গল থেকে যাত্রী নিয়ে একটি বাস হবিগঞ্জের উদ্দ্যেশ্যে রওনা হয়। পথিমধ্যে কামাইছড়া পাহাড়ি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ঘটনাস্থলে উল্টে যায়। এতে হেলপারসহ দুই নারী নিহত হন।