সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০
জেলা প্রতিনিধি/ সুনামগঞ্জঃঃ
ছাতকে বাগবাড়ী যুবসমাজ কর্তৃক আয়োজিত ৩য় মিনিবার নাইট ফুটবল প্রতিযোগিতার ফাইন্যাল খেলা বৃহস্পতিবার রাতে রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইন্যাল খেলায় তালেবান বাগবাড়ীকে ট্রাইবেকারে পরাজিত করে ফিলিংস চকোচকো বাগবাড়ী চ্যাস্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
ফাইন্যাল খেলার মাঠে ফানুস উড়িয়ে ফইন্যাল খেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। খেলা শেষে বিজয়ীদের মধ্যে তিনি পুরস্কার তুলে দেন।
শহরের বাগবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরীর সভাপতিত্বে ও আয়োজক কমিটির কাউসার আহমদ সেবুলের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, আছাব মিয়া, মহিলা কাউন্সিরর তাসলিমা জান্নাত কাকলী, অধ্যাপক ফকর উদ্দিন স্বপন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, ক্রিড়াবিদ রুহেল চৌধুরী।
এসময় আয়োজক কমিটির সুলতান মিয়া, কামাল উদ্দিন, নোমান ইমদাদ কানন, খছরু আহমদ মিঠু, সাইদুল হক রাসেল, আব্দুল্লাহ সনি, সানি আহমদ, ফজলে রাব্বী, কার্জন মিয়া, সোহান চৌধুরী, মেহেদী হাসান, ইয়ামান চৌধুরীসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন রেফারী সৈয়দ আহমদ লেচু। মিনিবার নাইট ফুটবল প্রতিযোগিতার ৩য় আসরে মোট ৬৪টি দল অংশ গ্রহন করে।