র‌্যাবের হাতে হবিগঞ্জে ধর্ষক আটক

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

র‌্যাবের হাতে হবিগঞ্জে ধর্ষক আটক

 

 

জেলা প্রতিনিধি, হবিগঞ্জঃঃ

ধর্ষনের অভিযোগে যুবায়ের আহমেদ তালুকদার (২৮) নামের এক ব্যক্তিকে হবিগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব-৩। সে হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি এলাকার আকির মিয়া তালুকদারের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। রাতেই তাকে ঢাকায় নিয়ে গেছে র‌্যাব-৩ এর একটি টিম। ঢাকার সবুজবাগ বাসাবো এলাকায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযুগে তাকে আটক করা হয়ছে।

 

অপরদিকে, ধর্ষণের শিকার ওই শিশুটির অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

 

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন জানায়, গত ১৬ জানুয়ারি ঢাকার সবুজবাগ বাসাবো এলাকায় সাবলেটে ভাড়া থাকতো শিশুর পরিবার। সকালের দিকে পাশের রুমে থাকা জুবায়ের শিশুকে ফুসলিয়ে নিজের রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। গুরুত্বর আহত অবস্থায় ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এ ঘটনায় ২২ জানুয়ারী রাতে শিশুর পিতা বাদি হয়ে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

 

মামলা দায়েরের পর মোবাইল ফোনে ট্যাকিংয়ের মাধ্যমে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হবিগঞ্জ শহরের রাজনগরে অভিযান চালায়। রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার একটি বাসার ছাদ থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে শুক্রবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।

Spread the love