সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকের বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
শহরের বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে পঞ্চম শ্রেনীর গোলাম কাদির আহমদ ঈশান ২৩৪ ভোট, তৃতীয় শ্রেনীর আব্দুল্লাহ আল তানিন ২২৬ ভোট, চতুর্থ শ্রেনীর মেহেরাজ হোসেন ইফাত ২১৪ ভোট, পঞ্চম শ্রেনীর ফারহান আহমদ চৌধুরী ২০০ ভোট, চতুর্থ শ্রেনীর সপ্তক দেব ১৭২ ভোট, পঞ্চম শ্রেনীর ইশারক হোসেন লাবিব ১৫৯ ভোট এবং তৃতীয় শ্রেনীর সারোয়ার নাবিল ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচন পরিচালনা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস ও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শিক্ষার্থী তাহমিদুল আলম।
নির্বাচন পরিদর্শন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরী ও সহ সভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আহমদ ন্যান্সি।
এদিকে মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে নির্বাচিত হয়েছে পঞ্চম শ্রেনীর খাদিজা ইসলাম মাইশা, রাহাত সরকার, চতুর্থ শ্রেনীর দিপা চন্দ, মাইশা তানজুম, তৃতীয় শ্রেনীর তাবাসসুম জান্নাত, খাদিজা বেগম, জুলেখা বেগম। বিদ্যালয়ের ৪০৫ জন ভোটারের মধ্যে ৩২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচন পরিচালনা করেন প্রধান শিক্ষক হেলালুল ইসলাম। নির্বাচন পরিদর্শন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, সহ সভাপতি নজরুল ইসলাম, সদস্য বিজয় রায় ও মহিলা কাউন্সিলর মিলন রানী দাস।