সিলেট ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
প্রবাসে ঘটা বাংলাদেশি কমিউনিটির বিবর্তনের কোনো ইতিহাস লেখা হয় না, কিন্তু কমিউনিটির ঘটনাপ্রবাহ নিয়ে লেখা বইও সময়ের সাক্ষী হিসেবে ইতিহাস হয়ে ওঠতে পারে। ফায়েজুল হক দুলার “কানাডা আমেরিকায় কমিউনিটি ভাবনা ‘বইটি তেমনি একটি দলিল হিসেবে বিবেচিত হবে।গত রবিবার টরন্টোর বাংলাদেশ সেন্টার মিলনায়তনে ‘কানাডা-আমেরিকায় কমিউনিটি ভাবনা’ বইয়ের প্রকাশনা উৎসবে বক্তারা এই মত প্রকাশ করেন।
প্রবীণ কমিউনিটি নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিসিএস এর প্রতিষ্ঠাতা মোশতাক আহমেদ।সৈয়দা মার্জিয়া আফরোজ মৌ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী, স্কারবরো সাউথওয়েস্ট এমপি ডলি বেগম,লেখক ও শিক্ষক ড. তাজ হাশমী যথাক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রবাসী কণ্ঠের সম্পাদক খুরশীদ আলম, নতুনদেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, সাংবাদিক সুমন রহমান, কবি দেলোয়ার এলাহী, রিনা সেনগুপ্ত, রেজা অনিরুদ্ধ, বাকসুর সাবেক ভিপি ফায়েজুল করীম, সুহেল ইবনে ইসহাক, প্রফেসর আতাউর রহমান, সমাজ কর্মী মাহমুদা নাসরিন, হোসনে আরা জামি, সাহাব উদ্দিন, আখলাখ হোসেন এ প্রজন্মের অস্টম গ্রেড স্টুডেন্ট আনিকা আলম, হাইস্কুল স্টুডেন্ট সারা উদ্দিন প্রমূখ। লেখক ফায়েজুল হক দুলা উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
এমপি ডলি বেগম লেখক ফায়েজুল হক দুলার হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।আলোচকরা বইটির বিভিন্ন দিক তুলে ধরে লেখকের সত্যনিষ্ঠতার প্রশংসা করেন। তারা বলেন, লেখক কেবল কানাডা আমেরিকার বাংলাদেশ কমিউনিটির একটি সময়কেই তুলে ধরেননি, নিজের মতামত দিয়ে দিকনির্দেশনাও দিয়েছেন। এখানেই বইটি পাঠকের জন্য অপরিহার্য হয়ে ওঠেছে। তারা বইটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |