হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সুন্দর গ্রেফতার

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সুন্দর গ্রেফতার
Spread the love

৮০ Views

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জের নবীগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সুন্দর আলী বাহিনীর প্রধান সুন্দরকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গতকাল ১ মার্চ রবিবার সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দর আলীকে তার বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। নবীগঞ্জ উপজেলার ক্রাইমজোন হিসাবে খ্যাত ৪নং দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর গ্রামের মৃত আফছার উল্লার পুত্র সুন্দর আলী।

 

জানাযায়, বিগত ২০০৮ ইংরেজী সালের ২২শে জুন নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মৃত আফতাব মিয়ার পুত্র কৃষক আবুল মিয়াকে দিবালোকে হত্যা করে সুন্দর ও তার বাহিনীর লোকজন। এঘটনায় ৮জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে হবিগঞ্জের আদালতে ২০১৭ ইংরেজী সালের ২৮ ফেব্রুয়ারী আবুল হত্যাকান্ডের সাথে জড়িত সুন্দর আলী সহ ৭ জনকে মৃত্যুদন্ডের আদেশ হয়। এরপর থেকে সুন্দর দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল।

 

রবিবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) র‌্যাব-৯ এর কোম্পানী অধিনায়ক এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে একটি আভিযানিক দল সকাল১০টার দিকে অভিযান পরিচালনা করে সুন্দরকে গ্রেফতার করা হয়।


Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930