সিলেট ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
রাজধানীর তুরাগ থানা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার রাতে তুরাগ থানার ধওর বেড়িবাঁধ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১। এ সময় তাদের কাছে থেকে অস্ত্র, গুলি, ডিবি জ্যাকেট, ওয়্যারলেস সেট, হ্যান্ডকাফ এবং ভুয়া পুলিশের পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে উত্তরা র্যাব-১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।