সিলেট ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টের কোয়ালিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের দ্বিতীয় তলার দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এরমধ্যে একটি ট্রাভেলস ও একটি সেলুন।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ৪টার দিকে কোয়ালিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলার সুরমা ট্রেড এন্ড ট্যুর এবং সান শাইন হেয়ার সেলুনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এরমধ্যে আগুনে দোকান দুটির মালামাল, ডেকোরেশনসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের দক্ষতায় প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়।
এ ঘটনায় দুটি দোকানের ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এতে কেউ হতাহত হয় নি। এ ব্যপারে সুরমা ট্রেড এন্ড ট্যুরের নাম্বারে যোগাযোগ করা হলে মোবইল বন্ধ পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের অভিযানে নেতৃত্ব দেয়া তালতলা ফায়ার স্টেশন অফিসার যিশু তালুকদার বলেন, মধ্যরাতে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক জিন্দাবাজারে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হলেও ১ কোটি টাকা মালামাল উদ্ধার করা সম্ভব হয়।বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানান তিনি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |