জগন্নাথপুরে কানাইতলায় গোলচত্বরে কাজ শুরু

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২

জগন্নাথপুরে কানাইতলায় গোলচত্বরে কাজ শুরু
১৮৮ Views

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর পশ্চিমপাড়া গ্রামে শ্রীধর দেবতার কানাইতলায় প্রতি বছর বারুনী মেলা অনুষ্ঠিত হয়।
কানাইতলার দায়িত্বে থাকা সুশীল বৈদ্য, রুনু মালাকার, সঞ্জু দাস, মিন্টু মালাকার, নন্দু দাস সহ স্থানীয়রা জানান, দীর্ঘ প্রায় ২০০ বছর ধরে এখানে গাছ তলায় শ্রীধর দেবতার বারুনী মেলা অনুষ্ঠিত হচ্ছে।

 

তবে গাছ তলায় বসার মতো অবস্থা না থাকায় আগতরা নানা ভোগান্তির শিকার হন।অবশেষে সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজের প্রচেষ্টায় জেলা পরিষদের অর্থায়নে গাছতলায় গোলচত্বর পাকাকরণ কাজ চলছে। এর মধ্যে ২৪ জানুয়ারি সোমবার নির্মাণ কাজ পরিদর্শন কালে জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন এ কানাইতলায় পৌরসভার পক্ষ থেকে মাটি ভরাট করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

 

এ সময় সাবেক পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, আবুল হোসেন, মিরাস আলী, বুটর আলী, লায়েক আলী, টুনু মিয়া, তোতা মিয়া, আছর মিয়া, মখলিছ মিয়া, সঞ্জু দাস, নন্দু দাস সহ স্থানীয় গন্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুরে কানাইতলায় গোলচত্বরে কাজ শুরু

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031