সিলেট ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী গুনীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সেই সাথে কৃতী ফুটবলারদের সম্মাননা প্রদান করা হয়। ১২ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজনীতিবিদ হরমুজ আলী।
মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন এর সভাপতিত্বে ও ইউপি সচিব হান্নান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রবাসীদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজুল ইসলাম, আবু ইয়াসিন সুমন, আবুল কালাম আজাদ, আবদুল ছালিক, মালুম শাহ প্রমূখ। ইউপি সদস্যদের মধ্যে আবদুস শহিদ ও মোস্তাক আহমদ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউপি সদস্য খালেদুর রহমান। এ সময় প্রায় শতাধিক প্রবাসী গুনীজন এবং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল ওয়াহাব, ইউপি সদস্য খলিল উদ্দিন, নেওয়ার খান, নারী ইউপি সদস্য হাছনা হেনা, ফুল বেগম, নাজমিন আক্তার মিনা সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রবাসী গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয় এবং বিগত ২০২১ সালে জাতীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে আন্ত.জগন্নাথপুর উপজেলা প্রতিযোগিতায় মিরপুর ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ায় কৃতী ফুটবলার শাপলা মিয়া সহ সকল কৃতী ফুটবলারদের সম্মাননা ক্রেস্ট ও গোল্ড মেডেল প্রদান করা হয়।