দোয়ারাবাজারে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২

দোয়ারাবাজারে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন
Spread the love

১৪২ Views

প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ

বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে রবিবার সকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ডাটাবেইজ চূড়ান্তকরণ, পাঠদানের অনুমতি স্থগিতাদেশ প্রত্যাহার, নিবন্ধনপ্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভূক্তকরণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের উপ-বৃত্তির ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় ১ জন অফিস সহায়কের পদ সৃষ্টি করা ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষায় অটোপাশের প্রজ্ঞাপন জারির দাবি জানান বক্তারা।

 

মানববন্ধনে বক্তব্য দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আবুল হোসাইন,দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওঃ আলী আহমদ,সহসভাপতি মাওঃ আবু বকর,সাধারণ সম্পাদক মাওঃ আব্বাস আলী,মাওঃ ফজলে এলাহি গৌছ, মাওঃ মাসুক আহমদ, দুলাল মিয়া, মাওঃ আবুল বাশারসহ উপজেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকবৃন্দ। পরে শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করেন।

 


Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031