এইচএসসিতে সিলেট বোর্ডে পাশের হার ৯৪.৮০শতাংশ

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২

এইচএসসিতে সিলেট বোর্ডে পাশের হার ৯৪.৮০শতাংশ
Spread the love

৯৮ Views

জেলা প্রতিনিধিঃঃ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এইচএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। তার মধ্যে এ বছর সিলেট বোর্ডে পাশের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। রোববার দুপুর পৌনে ১২টায় ফলাফল ঘোষণা করা হয়।

 

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোর্ড সূত্র জানায়, এবার সিলেট শিক্ষা বোর্ডে ৬৬ হাজার ৬৬১ জন অংশ নেয়। পাশ করেছে ৬৩ হাজার ১৯৩ জন।

 

আটটি বিভাগের মধ্যে দেখা যায়, ঢাকা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৫২ শতাংশ, যশোর বোর্ডে ৯৮ দশমিক ১১ শতাংশ,বরিশাল বোর্ডে ৯৫ দশমিক ৭৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯৭ দশমিক ৪৯ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৯২ দশমিক ৪৩ শতাংশ, রাজশাহী ৯৭ দশমিক ২৯ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৯৫ দশমিক ৭১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৯ দশমিক ৩৯ শতাংশ, মাদরাসা বোর্ডে ৯৫ দশমিক ৪৯ ৯২.৮৫ ও কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ।

 

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

 

করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ নেয়।


Spread the love

Follow us

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031