সিলেট ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকের জাউয়া বাজার ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালিন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গাফফার ও গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের প্রধান অফিস সহকারি আব্দুস শহিদের অকাল মৃত্যুতে ছাতক সরকারি কলেজে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) তুলসী চরণ দাসের সভাপতিত্বে ও প্রভাষক রাজীব কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, কলেজের সিনিয়র প্রভাষক জনাব এ কে এম বাকির হোসেন হাওলাদার, ষ্টাফ কাউন্সিলের সেক্রেটারি, সিনিয়র প্রভাষক পার্থ সারথী টিটু, প্রভাষক বিপ্লব রায়, প্রধান অফিস সহকারি আব্দুস শহীদ প্রমুখ। সভায় অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গাফফার ও প্রধান অফিস সহকারি আব্দুস শহিদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।