সিলেট ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২
প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ
দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নে প্রতিবেশির বিরুদ্ধে গাছ কাটা ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার বিকালে ভুক্তভোগি আব্দুল মন্নান বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছেন।
অভিযোগে জানা যায়, বোগলা ইউনিয়নে মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মন্নান দীর্ঘদিন ধরে ঐ গ্রামের বসত করে জমি ভোগ দখল করে আসছিল। ঐ জমিতে আব্দুল মন্নানের বিভিন্ন ফসল সহ রেইনট্রি, মেহগনি, বাশঁ, পিতরাজ, সুপারীসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেছেন।
এদিকে প্রতিবেশি জৈনক আজিজুল মিয়া দীর্ঘদিন ধরে আব্দুল মন্নান বাড়ির সীমানা জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। গত রবিবার সকালে আজিজুল মিয়ার নেতৃত্বে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র, দা, কোরাল, করাত নিয়ে ঐ জমিতে প্রবেশ করে রোপনকৃত ছোটবড় রেইনট্রি, মেহগনি, পিতরাজসহ বিভিন্ন প্রকারের গাছ কেটে ফেলেন।
এ সময় আব্দুল মন্নান প্রতিবাদ করতে গেলে মোল্লাপাড়া মৃত নজরুল মিয়ার ছেলে আজিজুল মিয়া(৩৫),জাহাঙ্গীর আলম(৩২),আলমগীর হোসেন(৩০) গংরা তাদেরকে লাঠি দিয়ে মাথা পিচনে বারি মারে ফাটা রক্তাক্ত দখম ও মারধর করে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবদুলাল বলেন অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তাধীন রয়েছে এ ব্যাপারে যাচাই বাচাই করার পর মামলা হবে।