সিলেট ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২
প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গুরেশপুর গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তার উপর অবৈধভাবে প্রভাবশালী ব্যাক্তি ফয়জুল করিম বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করেন। তার এই অবৈধ কাজের উপর গ্রাম পঞ্চায়েত নিষেধ প্রধান করলে তিনি নির্মান কাজ বন্ধ করেননি।
পরবর্তীতে ইউনিয়ন ভূমি অফিসে বিষয়টি অবগত করলেও নিষেধ প্রদান করেন কিন্তু তিনি কারো নিষেধ কর্ণপাত করেন নাই। ফয়জুল করিম একই গ্রামের মৃত রোয়াব আলী ছেলে। এ বিষয়ে বাদে গুরেশপুর গ্রামের আমিনুল ইসলাম গ্রামের পক্ষ হতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদের বরাবর একটি অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ সরজমিনে তদন্ত করে উক্ত অবৈধ স্থাপনাটি ভেঙ্গে সরকারি রাস্তাকে দখল মুক্ত করেন। এ ব্যাপারে গ্রামবাসীর সাথে কথা বললে তারা বলেন”দেশের আইনের শাসন প্রতিষ্টিত হয়েছে,আমারা অনেক খুশি। “