সুইডেন ও ফিনল্যান্ডকে রাশিয়ার সতর্কবার্তা

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২২

সুইডেন ও ফিনল্যান্ডকে রাশিয়ার সতর্কবার্তা
Spread the love

১৯৬ Views

আন্তর্জাতিক ডেস্কঃঃ

ইউক্রেন যুদ্ধের মধ্যেই এবার সুইডেন ও ফিনল্যান্ডের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেছে রাশিয়া। দেশ দু’টির পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের উদ্যোগের সমালোচনা করে মস্কো বলেছে, এই পদক্ষেপ ইউরোপে স্থিতিশীলতা আনবে না। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ন্যাটো জোটকে সংঘাতের হাতিয়ার হিসেবে আখ্যায়িত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

 

বিবিসি-র খবরে বলা হয়েছে, ন্যাটোর সদস্যপদ লাভে সুইডেন ও ফিনল্যান্ডের উদ্যোগে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে বলে প্রতীয়মান হচ্ছে। সেক্ষেত্রে ৩০ জাতির এই জোটের মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ৩২।

মার্কিন কর্মকর্তারা বলেন, ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের গত সপ্তাহের বৈঠকে ফিনল্যান্ড ও সুইডেনের মন্ত্রীরাও যোগ দিয়েছিলেন। এবারের বৈঠকে দেশ দু’টির যোগ দেওয়া নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়েছে।

 

উল্লেখ্য, ইউক্রেনে রুশ অভিযানের পরই ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি সামনে আসে।


Spread the love

Follow us

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031