সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মে ২, ২০২২
সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে দুঃখ ভুলে যাওয়ার দিন,ঈদ মানে আনন্দ,ঈদ মানে উচ্ছ্বাস। ঈদ উল ফিতরে সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সিলেটের ওসমানীনগরসহ দেশের সকল শ্রেনী-পেশার বাসিন্দাদের ওসমানীনগর থানা পুলিশের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন থানার অফিসার ইনচার্য এস এম মাইন উদ্দিন।
শুভেচ্ছা বার্তায় তিনি জানান,মহান আল্লাহতালার সন্তষ্টি অর্জন ও হইজগতের মঙ্গল কামনায় সব ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও সংযম পালনের মাধ্যমে আমাদের মাঝে খুশি আর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর।
ঈদ উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের প্রত্যেককে সংযমী ও আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে সমাজের সকল অপকর্মরোধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে সুষ্ট সমাজ ও দেশ গঠনে এগিয়ে আসার আহব্বান জানান।