সিলেট ২৮শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মে ১৩, ২০২২
জগন্নাথপুর/প্রতিনিধিঃঃ
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতি (বাপসা) সুনামগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১১ মে বুধবার সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ সচিব ভোটারদের ভোটের মাধ্যমে উপজেলার কুরবান নগর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ তোফাজ্জল হোসেন সভাপতি নির্বাচিত হন।
এর আগে জগন্নাথপুর উপজেলার ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতির সভাপতি ছিলেন মোঃ তোফাজ্জল হোসেন। তিনি দীর্ঘদিন জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদের সচিব ও সেক্রেটারি সমিতির সভাপতি হিসেবে অত্যান্ত দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করে গেছেন।
এবার তিনি সুনামগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় ১২ মে বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।