সিলেট ২৯শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, মে ২০, ২০২২
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
জগন্নাথপুর পৌরসভার ঐতিহ্যবাহী জগন্নাথপুর সদর বাজারের ভেতরে গলির রাস্তা পাকাকরণ কাজ শুরু হয়েছে। গত মঙ্গলবার থেকে রাস্তার ড্রেসিং ও ইট বসানোর কাজ করতে দেখা যায়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবির এন্টারপ্রাইজের ঠিকাদার আবু লেইছ জানান, জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে ৩৩ লাখ টাকা ব্যয়ে ১ ফুট উঁচু ও ১৬ ফুট প্রস্থ ২০০ মিটার গলির রাস্তা পাকাকরণ কাজ শুরু হয়েছে।
আশা করছি, আগামী এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এর আগে ৬০ লাখ টাকা ব্যয়ে জগন্নাথপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ৩৬০ মিটার ড্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে। এবার রাস্তা নির্মাণ হয়ে গেলে জনভোগান্তি আর থাকবে না। রাস্তা নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধর্য রাখার আহবান জানানো হয়েছে।