সিলেট ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জুন ৪, ২০২২
আন্তর্জাতিক ডেস্কঃঃ
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জাতিসংঘের পারমাণবিক ওয়াচডগের (আইএইএ) পরিচালক রাফায়েল গ্রাসকে বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু বিরোধ নিরসনে কূটনীতিক সমাধান তাদের অগ্রাধিকার। তবে ইরানের বিরুদ্ধে তারা স্বতন্ত্রভাবে ব্যবস্থা নিতে পারেন। নাফতালি বেনেট বলেন, আত্মরক্ষা এবং ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ইসরায়েলের রয়েছে।
যথাসময়ে আন্তর্জাতিক গোষ্ঠী ব্যর্থ হলে ইসরায়েল এই ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইসরায়েলের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র বানানোর পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু বিশ্ব সম্প্রদায় কোনো ব্যবস্থা নিচ্ছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি-২০১৫ এর পুনর্জীবিত করার আলোচনা থেমেথেমে চলছে।
গত বছরের এপ্রিলে ভিয়েনায় শুরু হওয়া আলোচনায় বড় কোনো অর্জন নেই। ইসরায়েল স্বতন্ত্রভাবে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে। সম্প্রতি ইরানের রেভল্যুশনারি গার্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। ইরানের অভিযোগ, ইসরায়েল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।