সিলেট ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২২
প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জ জেলার নব গঠিত মধ্যনগর উপজেলার সদরে বিভিন্ন ধরনের যাত্রীবাহী নৌ পরিবহন ও টাংগুয়ার হাওর কেন্দ্রীক টুরিস্ট নৌপরিবহনে দুর্ঘটনা এড়াতে সর্তকতামূলক মাইকিং করেছেন মধ্যনগর থানার ওসি জাহিদুল হক।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলা সদর বাজারের ঠাকুরাকোনা ট্রলার ঘাট,কলমাকান্দা ট্রলার ঘাট,পিপড়াকান্দা ট্যুরিস্ট ট্রলার ঘাটে এই সর্তকতামূলক মাইকিং করেন তিনি।
ওসি জাহিদুল হক জানান, যাত্রীবাহী ও পর্যটকবাহী নৌপরিবহনে অতিরিক্ত যাত্রী বোঝাই না করে,ঝড়ের সময় যাতে কোনো নৌপরিবহন ছেড়ে না যায়, নৌকায় যাতে বজ্রনিরোধক দন্ড ও লাইফ জ্যাকেট রাখা হয় এবং পর্যটকবাহী নৌপরিবহনে যাতে মাদকের ব্যবহার না হয় সেইজন্য মাইকিং করে সবাইকে সচেতন করে দেওয়া হয়েছে।