সিলেট ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জুন ১৬, ২০২২
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ৩ দিন ব্যাপী ফল মেলা শুরু হয়েছে। ১৬ জুন বৃহস্পতিবার ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলাম।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মেলায় স্থানীয় ভাবে উৎপাদিত আম, জাম, কাঁঠাল, কলা, আংগুর, লিচু, জলপাই, বড়ই, আমড়া, ডেউয়া, লটকন সহ প্রায় অর্ধশতাধিক জাতের ফল প্রদর্শন করেন উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কৃষক সহ সৌখিন জনতা।