সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০
প্রতিনিধি/লন্ডনঃঃ
যুক্তরাজ্য যুবদলের আওতাধীন ইস্ট লন্ডন যুবদলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ন আহবায়ক সাইফুর রহমান। আগামী ২বছরের জন্য সাইফুর রহমানকে যুক্তরাজ্যের বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু ঐতিহ্যবাহী ব্রিকলেন, বাংলা টাউন, হোয়াইট চ্যাপেল এলাকা নিয়ে গঠিত ইস্ট লন্ডন যুব দলের সভাপতি করে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন। গত ২৫ ফেব্রুয়ারি যুক্তরাজ্য যুবদলের দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে মিডিয়ায় বিষয়টি প্রকাশ করেন।
লন্ডন ইস্ট লন্ডন যুবদলের নব নির্বাচিত সভাপতি বাংলাদেশে বসবাসকালীন সময়ে সিলেটের ওসমানীনগর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ন আহবায়কের দ্বায়িত্ব পালনসহ দলীয় বিভিন্ন সাংগঠনিক আন্দোলনকে ব্যগবান করতে অগ্রনী ভূমিকা পালন করেন। যুক্তরাজ্যে গিয়েও তিনি দলীয় কর্মসূচি গুলোতে অংশ গ্রহন করে নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এদিকে, সাইফুর রহমান ইস্ট লন্ডন যুবদলের সভাপতি নির্বাচিত হওয়ায় বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা ছাত্রদল ও যুবদল নেতৃবৃন্দের মধ্যে আনন্দ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফুর রহমানকে অভিনন্দনসহ যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন।