২৬ জানুয়ারি হ্যাপি অস্ট্রেলিয়া ডে

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

২৬ জানুয়ারি হ্যাপি অস্ট্রেলিয়া ডে

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ

 

অস্ট্রেলিয়ার জাতীয় দিবস হ্যাপি অস্ট্রেলিয়া ডে ২৬ জানুয়ারি । হ্যাপি অস্ট্রেলিয়া ডে উপলক্ষে  নান রঙে সাজানো হয়েছে অস্ট্রেলিয়াকে। সবমিলিয়ে এখন উৎসবের রঙ পুরোদমে লেগেছে অস্ট্রেলিয়াজুড়ে। অপেরা হাউজ, হার্ভার্ড ব্রিজসহ সবখানে রঙ-বেরঙের  নানা বাহারী আলোক বাতিতে ঝলমল করছে।  ১৭৮৮ সালের ২৬শে জানুয়ারি সিডনি উপসাগরে যে প্রথম বহরটি এসেছিলো সেটিই অস্ট্রেলিয়ায় ব্রিটিশ উপনিবেশের সূচনা করেছিল।

 

সরকারীভাবে অস্ট্রেলিয়া দিবসে দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া অস্ট্রেলিয়া সরকারের পাশাপাশি স্থানীয় কাউন্সিল, বাংলাদেশসহ বিভিন্ন দেশের কমিউনিটি সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে।

 

যথাযোগ্য মর্যাদা রাষ্ট্রীয় নীতি মেনে অস্ট্রেলিয়ার পালিত হবে হ্যাপি অস্ট্রেলিয়া ডে-২০২০। প্রতি বছর ২৬ জানুয়ারী অস্ট্রেলিয়ার সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করবে অস্ট্রেলিয়ার নাগরিকরা।

দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড, সরকারি সম্প্রদায়ের পুরস্কার, নাগরিকত্ব অনুষ্ঠান, পিকনিক, আতশবাজি এবং অস্ট্রেলিয়ান সম্প্রদায়ের নতুন সদস্যদের স্বাগত জানানোসহ থাকবে নানা আয়োজন। বিভিন্ন পটভূমি থেকে অস্ট্রেলিয়ার আদিবাসী সংস্কৃতির মানুষও দিনটি পালন করেন। এছাড়া বিভিন্নস্থানে লাইভ কনসার্ট, কর্মশালা, প্রবীণদের প্রোগ্রাম, রকমারি খাবারসহ নানা আয়োজন।

 

 

 

এলবিএন/২৫জা-০৩/আ

Spread the love

আর্কাইভ

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30