সিলেট ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সেনা কর্মকর্তা পাক জং চোনকে বরখাস্ত করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ পাক জং চোনকে বরখাস্ত করার খবর জানিয়েছে। খবর রয়টার্সের।
পাক জং চোন উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান এবং দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ছিলেন। গত সপ্তাহে কেন্দ্রীয় কমিটির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে রোববার জানায় কেসিএনএ। পাকের স্থলাভিষিক্ত হয়েছেন রি ইয়ং গিল। পাক জং চোনকে সরিয়ে দেওয়া কারণ জানানো হয়নি।
তবে পিয়ংইয়ং নিয়মিত তার নেতৃত্বের পুনর্গঠন করে এবং বছর শেষের বার্ষিক সভায় কর্মীদের রদবদল এবং প্রধান নীতিগত সিদ্ধান্তের ঘোষণা আসে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, সভা চলাকালে পাক জং চোন মঞ্চের সামনের সারিতে মাথা নিচু করে বসে আছেন। ওই সময়ে অন্য সদস্যরা কর্মীদের ইস্যুতে ভোট দেওয়ার জন্য তাদের হাত তুলেছেন। তার আসনটি পরে খালি দেখা যায়।