সিলেট ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
দুই ঘনিষ্ঠ বন্ধুর কাছে প্রিন্সেস ডায়ানার লেখা একটি চিঠি নিলামে বিক্রি হয়েছে প্রায় ১ কোটি টাকায় (১ লাখ ৪১ হাজার ১৫০ পাউন্ড)। প্রিন্স (বর্তমানে রাজা) চার্লসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ডায়ানা চিঠিটি সুজি ও তারেক কাশেম নামে দুই বন্ধুকে পাঠিয়েছিলেন। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দুই ঘনিষ্ঠ বন্ধুর কাছে প্রিন্সেস ডায়ানার লেখা একটি চিঠি নিলামে বিক্রি হয়েছে প্রায় ১ কোটি টাকায় (১ লাখ ৪১ হাজার ১৫০ পাউন্ড)।দুই ঘনিষ্ঠ বন্ধুর কাছে প্রিন্সেস ডায়ানার লেখা একটি চিঠি নিলামে বিক্রি হয়েছে প্রায় ১ কোটি টাকায় (১ লাখ ৪১ হাজার ১৫০ পাউন্ড)। প্রতিবেদনে বলা হয়, সুজি ও তারেক কাশেম গত ২৫ বছর ধরে এই চিঠিটি সযত্নে রেখেছিলেন। সম্প্রতি তারা নিলামে এই চিঠি বিক্রি করেছেন। চিঠি বিক্রির টাকা ডায়ানার দাতব্য প্রতিষ্ঠানে দান করেন সুজি ও তারেক কাশেম।
এর আগে, নিউইয়র্কে একটি নিলামে প্রিন্সেস ডায়ানার একটি রাজকীয় গাউন ছয় লাখ ডলারে বিক্রি হয়েছিল। বেগুনি রঙের এই গাউনটির দাম বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি টাকার বেশি। নিউইয়র্কে একটি নিলামে প্রিন্সেস ডায়ানার একটি রাজকীয় গাউন ছয় লাখ ডলারে বিক্রি হয়েছিল।নিউইয়র্কে একটি নিলামে প্রিন্সেস ডায়ানার একটি রাজকীয় গাউন ছয় লাখ ডলারে বিক্রি হয়েছিল। প্রিন্সেস ডায়ানা ১৯৯১ সালে একটি রাজকীয় ছবির জন্য গাউনটি পরেছিলেন। তিনি সর্বশেষ এটি একটি ভ্যানিটি ফেয়ার ফটোশুটে পরেছিলেন।