পাকিস্তানের বেলুচিস্তানে এবার বোমা বিস্ফোরণ, নিহত ৪

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

পাকিস্তানের বেলুচিস্তানে এবার বোমা বিস্ফোরণ, নিহত ৪
Spread the love

১৭৫ Views

আন্তর্জাতিক ডেস্কঃঃ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বারখানে আজ রোববার সকালে রাখানি বাজারের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। দেশটির পুলিশ কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। খবর ডনের।  বারখান স্টেশন হাউজ অফিসার সাজ্জাদ আফজাল ডনকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।

 

 

তিনি বলেন, আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাজ্জাদ আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্তের জন্য ঘেরাও করেছে। বারখানের ডেপুটি পুলিশ কমিশনার আবদুল্লাহ খোসো ডনকে বলেন, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) মোটরসাইকেলে রাখা ছিল। এরপর বিস্ফোরণ ঘটানো হয়। বেলুচিস্তান্তের মুখ্যমন্ত্রী মির আব্দুল্লাহ কুদ্দুস এই হামলার নিন্দা জানিয়েছেন।

 

 

সেইসঙ্গে তিনি এই হামলায় জড়িতদের গ্রেপ্তারে সকল ধরনের পদক্ষেপ নেওয়া নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যারা নিরীহ লোকদের রক্ত ঝরিয়েছে তারা মানবতার শত্রু। সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা বেড়েছে। গতকাল শনিবার দেশটির বেলুচিস্তানে আরেক হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।


Spread the love

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930