সিলেট ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
দেউলিয়া হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে শুক্রবার (১০ মার্চ) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। যা যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানে ব্যর্থতার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার নিউইয়র্কের নিউ স্টক এক্সচেঞ্জে এসভিবি ফিন্যান্সিয়াল গ্রুপের একটি চার্ট দেখানো হয়।
সেই চার্টে দেখা যায়, গ্রুপটি তাদের শেয়ার বাড়িয়েছে। এই চার্ট প্রকাশ করার আগে ভেঞ্চার ক্যাপিটালিস্টরা তাদের প্রিমার্কেট ট্রেডিং বন্ধ করে দিয়েছিলেন। অন্যদিকে কোম্পানিগুলো তাদের সমস্ত অর্থ তুলে নেয়। ফলে ব্যাংকিং খাতে ব্যপক তারল্য সৃষ্টি হয়। অবে গ্রাহকদের হন্য আশার কথা শুনিয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর তদারককারী সরকারি সংস্থা এফডিআইসি (ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন)।
সংস্থাটি জানিয়েছে, বিমা করা আমানতকারীরা আগামী সোমবার (১৩ মার্চ) সকালের মধ্যে বিমাকৃত আমানত ফেরত পাবেন। আর বিমাহীন আমানতকারীদের আগামী সপ্তাহের মধ্যে লভ্যাংশ দেয়া হবে। এর আগে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর ‘ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংক’ বন্ধের ঘটনাটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠানে ব্যর্থতা হিসেবে দেখা হয়।