নিউ ইয়র্কে প্রবাসী নৃত্যশিল্পী নারমিনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩

নিউ ইয়র্কে প্রবাসী নৃত্যশিল্পী নারমিনের মরদেহ উদ্ধার
Spread the love

১৯ Views

আন্তর্জাতিক ডেস্কঃঃ

নিউ ইয়র্কে নিজ বাড়ি থেকে প্রবাসী নৃত্যশিল্পী শাহনাজ রহমান নারমিনের (৩৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় নিজ ঘরে নৃত্যশিল্পী নারমিনের মৃতদেহ দেখতে পেয়ে তার ভাই প্রতিবেশিদের খবর দেয়। পরে জ্যামাইকা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শাহনাজ রহমান নারমিনের পারিবারিক সূত্র জানিয়েছে, কয়েক মাস আগে থেকেই নারমিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

 

 

 

গত বছর ২০২২ সালে তিনি করোনায় আক্রান্ত হন। একটু সুস্থ হলেও পরবর্তীতে জন্ডিসে আক্রান্ত হয়ে পড়ে। নারমিন নিজেই হাসপাতালে নার্সিংয়ের কাজ করতেন। অসুস্থতার পর নিয়মিত কাজে যেতে পারতেন না। ধারণা করা হচ্ছে ঘুমের ঘোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। নারমিনের মা কণ্ঠশিল্পী ও সংস্কৃতিকর্মী ডা. নার্গিস রহমান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। ডা. নার্গিস দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের দিনাজপুর জেলা সমিতির সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

 

 

সমিতির অনেকের সঙ্গে যোগাগোগ করা হলে কেউই নারমিনের আকস্মিক মৃত্যুর সঠিক কারন জানাতে পারেনি। এদিকে নারমিনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নারমিনদের দেশের বাড়ি দিনাজপুরে। তার আরও দু’টি ভাই রয়েছে। একজন ক্যালিফোর্নিয়ায় চাকুরি করছেন। অন্য ভাই ও নারমিনকে নিয়ে তার মা নিউ ইয়র্কের জ্যামাইকার বসবাস করতেন।

 

 

 

নারমিনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। নারমিনের মরদেহ বর্তমানে হিমঘরে রাখা হয়েছে। তার মা-বাবা আগামী মঙ্গলবার (১৪ মার্চ) যুক্তরাষ্ট্রে ফিরলেই জানাজার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এ ব্যাপারে বাংলাদেশে অবস্থানরত ডা. নার্গিস রহমানের সাথে বেশ কয়েকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


Spread the love

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930