সিলেট ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, মে ৪, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক গুলির ঘটনায় সাত শিক্ষকসহ মোট আটজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার প্রদেশটির কুররাম জেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পাকিস্তান পুলিশ।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে কুররাম জেলা পুলিশের কর্মকর্তা মুহাম্মদ ইমরান বলেছেন, কুররামের শালোজান সড়কে প্রথম গুলি চালানোর ঘটনাটি ঘটে। দ্বিতীয় ঘটনাটি ঘটে তেরি মেঙ্গল বিদ্যালয় এলাকায়। প্রথম ও দ্বিতীয় গুলির ঘটনাস্থলের দূরত্ব ছয় কিলোমিটার।
কুররাম জেলা সদর হাসপাতালের উপ-চিকিৎসা তত্ত্বাবধায়ক কায়সার আব্বাস বলেন, হাসপাতালে তিনি মোট আটজনের মরদেহ পেয়েছেন। এর মধ্যে সাতজন বিদ্যালয়ে হামলার শিকার। এ সাতজনই শিক্ষক ছিলেন বলে জানান তিনি।
এ ঘটনায় শোক জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভু্ট্টো-জারদারি বলেছেন, ঘটনার পেছনে যারাই থাকুক না কেন তাদের শাস্তির আওতায় আনা হবে। শিগগিরই পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। এ ঘটনা সহ্য করা হবে না এবং যে কোনো মূল্যে তাদের (হামলাকারী) প্রতিহত করা হবে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিও এ ঘটনায় শোক জানিয়েছেন। তিনি এই হত্যার ঘটনায় যারা জড়িত তাদেরকে শিক্ষার শত্রু হিসেবে আখ্যা দিয়ে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন।