কমলো স্বর্ণের দাম

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

কমলো স্বর্ণের দাম
১১৮ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

এক মাসের ব্যবধানে কমলো সোনার দাম। অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহূত এ ধাতুর দাম আজ বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ১ হাজার ১৬৬ টাকা কমছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে গতকাল নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের।

 

বাজুস নির্ধারিত নতুন মূল্যতালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালোমানের অর্থাত্ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রয় হবে ৬০ হাজার ৩৬১ টাকা দরে। গতকাল বুধবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রয়মূল্য ছিল ৬১ হাজার ৫২৭ টাকা। পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রয় হবে ৫৮ হাজার ২৮ টাকা দরে। আগে এ মানের প্রতি ভরি সোনার বিক্রয়মূল্য ছিল ৫৯ হাজার ১৬৪ টাকা।

 

আর ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রয় দর দাঁড়িয়েছে ৫৩ হাজার ১৩ টাকা। গতকাল পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিল ৫৪ হাজার ১১৭ টাকা। আর সনাতন পদ্ধতিতে বাজারে বিক্রয় হবে ভরিপ্রতি ৪০ হাজার ২৪০ টাকা। গতকাল পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ছিল ৪১ হাজার ৪০৭ টাকা। এদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রয়মূল্য ৯৩৩ টাকা।

Spread the love

Follow us

আর্কাইভ

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930