সিলেট ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মে ২১, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিযোগীরা একটি মোটর রেসিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য একটি হাইওয়ের পাশে গাড়ি পার্ক করে যখন দাঁড়িয়ে ছিলেন, তখন পিকআপ ট্রাকে আসা বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
এক বিবৃতিতে এনসেনাডার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ১০ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। বাজা ক্যালিফোর্নিয়া প্রদেশের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে এবং হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করতে একটি ‘বিশেষ তদন্ত দল’ গঠন করা হয়েছে।