সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৩
লন্ডন বাংলা ডেস্কঃঃ
পবিত্র ঈদ উল আযাহায় জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীসহ বিশ্বের সকল মুসল্লীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন স্পেন দক্ষিণ সেচ্ছাসেবক দলের আহবায়ক আক্কাস মিয়া, যুগ্ন আহবায়ক রেদওয়ান হোসেন ও সদস্য সচিব আতিকুর রহমান লিটু।
এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “কুরবান”। ঈদ উল-আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়।
হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করেন।
ঈদ উল-আযাহা সারাবিশ্বের মুসল্লীদের এক আনন্দের বার্তা পৌঁছে দেয়। পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সফলতা। ঈদের দিনের মত আগামী দিনগুলো হোক অনাবিল আনন্দময়। পবিত্র ঈদুল আযহার দিনে সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি সমৃদ্ধি ও সফলতা কামনা কামনা করেন তারা।